January 15, 2025, 8:55 am
মোঘল সুমন শাফকাত।।
বানারীপাড়ায় পাষন্ড মা ফেলে গেছে সদ্যজাত কন্যা সন্তান! তবে কি কারনে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত তা এখনো নিশ্চিত ভাবে জানা যায়নি। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিড়ি পাশে নবজাতক শিশুকে কাঁদতে দেখে লোকজন। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে উপস্থিত জনতা বলে নবজাতক কি দোশ ছিলো! চোখ মেলে কাকে ডাকবে মা, কাকে ডাকবে বাবা, বলবে কাকে একটু দুধ দাও মা। পরে হসপিটালের সেবিকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ এর নিকট নবজাতক শিশুকে হস্তান্তর করেন। এসময় নবজাতক শিশুকে এক নজর দেখতে হসপটালে হাজারো জনতার ভিড় জমে যায় এবং নবজাতকের দায়িত্ব নিতে দারিয়ে যায় শত জনতা কিন্তু নিরুপায় হসপিটালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহিম আরিফ।তিনি আইন মোতাবেক বানারীপাড়া থানায় সাধারন ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন।উপজেলা সমাজসেবা অফিসার পার্থ সরথী দেওরি সাংবাদিকদের জানান আইন মোতাবেক নবজাতকে ছোট মনি নিবাস আগৈলঝাড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার উপরোক্ত তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবজাতক শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানা যায়।