January 15, 2025, 5:19 am
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে বাসুদেব হালদার(৬৭) উরফে বেগু হালদার নামক এক পাট ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ১লাখ৭৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।বুধবার ভোর রাত ৪টার দিকে সুজানগর পৌর শহরের নন্দিতা সিনেমা হল রোডে এ ঘটনা ঘটে। আহত বাসুদেব হালদার উরফে বেগু হালদারকে সুজানগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের নন্দিতা সিনেমা হল রোডের হালদারপাড়া এলাকার স্বর্গীয় ঠাকুর হালদারের ছেলে। এ দিকে সুজানগররের প্রাণকেন্দ্রে এ ধরণের ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় বাসুদেব হালদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে। আহত বাসুদেব হালদার জানান, বুধবার ভোররাত ৪টার দিকে নিজ বাসা থেকে পাট ক্রয়ের জন্য পৌর হাটে যাবার পথে মুখোশধারী তিন দুর্বৃত্ত সিনেমা হল রোডে তার উপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগে ১লাখ ৭৫ হাজার ৫০০ টাকাসহ ব্যাগটি নিয়ে যায় । পরে তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে সুজানগর থানাা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এম এ আলিম রিপন
সুজানগর,পাবনা প্রতিনিধি।।