এম এ আলিম রিপন ঃ সুজানগর মহিলা ডিগ্রি কলেজ, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা সহ সুজানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছে পৌর জামায়াতের আমীর ফারুক-ই-আযমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। সোমবার প্রতিটি প্রতিষ্ঠানে গিয়ে তারা এ মতবিনিময় সভা করেন। এ সময় নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিনসহ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানগন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার সেক্রেটারী টুটুল হোসাইন বিশ^াস, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার নায়েবে আমীর রফিকুল ইসলাম, জামায়াতের নেতা আব্দুল কাদের মাস্টার, বকুল হোসেন,আব্দুস সোবাহান সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ বলেন, সমাজের ফেতনা ও বিশৃঙ্খলা দূরীকরণে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজ গঠনে সাধারণ মানুষকে লালন করার জন্য অনুপ্রেরণা যোগায়। এ সময় জামায়াতের নেতৃবৃন্দ আরো বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চাই,যেই বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধভাবে যে বিজয় অর্জিত হয়েছে সেই চেতনাকে রক্ষা এবং সব ধরণের প্রতিবিপ্লব রুখে দেওয়ার জন্য লড়ে যাবেন তারা।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply