December 21, 2024, 5:08 pm
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র
জাকিরুল ইসলাম বিকুল চারঘাট উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১১ টায় তার নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক (দৈনিক সোনালী সংবাদ), চারঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান (দৈনিক মানবজমিন), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল ইসলাম রবি (দি এশিয়ান এজ), চারঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদ (দৈনিক সমকাল), চারঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী ( দৈনিক লাখকন্ঠ), চারঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইসমাইল হক (দি ক্রান্টি টুডে)।
এসময় আরও উপস্থিত ছিলেন, ইসরাইল হোসেন সরকার (আমাদের অর্থনীতি), সজিব ইসলাম (প্রতিদিনের সংবাদ), শাহিনুর রহমান সুজন (প্রতিদিনের বাংলাদেশ), সাইফুল ইসলাম রায়হান (উত্তরা প্রতিদিন), জিল্লুর রহমান (আমাদের রাজশাহী), ইসতিয়াক আহম্মেদ (সময়ের আলো), মৌসুমি দাস (সোনালী সময়), আবু হানিফ
(দৈনিক বার্তা), খোরশেদ আলম (দি এশিয়ান এজ), সম্রাট আলী (প্রথম সূর্যদয়) প্রমুখ।
মতবিনিময় সভায় জাকিরুল ইসলাম বিকুল বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী শাসন আমলে প্রকৃত সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নানাভাবে হয়রানির স্বীকার হয়েছেন। কিন্তু বিএনপির দলীয় ও আমাদের নেতা দেশনায়েক তারেক রহমানের নির্দেশনা রয়েছে সাংবাদিক ও সমাজের সাধারণ মানুষের সাথে সুসম্পর্ক রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে। এজন্য তিনি আ.লীগ শাসনামলের দুঃশাসন, অনিয়ম ও দূর্নীতির তথ্য সাংবাদিকদের কলমের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে অনুরোধ জানান।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।