January 3, 2025, 2:05 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নেশা জাতীয় মাদকদ্রব্য ৪৫ বোতল ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকার বাসিন্দা মোঃ নওশাদের ছেলে এনায়েত খান (২১) ও দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মহারাপাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে জাহিদ হাসান পাপ্পু (২৮)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঁচবিবি থানার এসআই আনিসুর রহমান (২) ও এসআই জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে
১০ টার দিকে পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নের দিবাকরপুর গ্রামের কাঁচা রাস্তার উপর থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারি এনায়েত খান ও জাহিদ হাসান ওরফে পাপ্পুর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে তাদেরকে সোমবার (১৩ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।