আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি’র সভাপতি হেলাল, সাধারণ সম্পাদক খাইরুল

বিশেষ প্রতিনিধিঃ ঢাকা জেলার “আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এই কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং পর্যন্ত দুই বছরের জন্য করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ বিকেল ৫টায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা ন্যাশনাল ভুঁইয়া প্লাজা-২ এর তৃতীয় তলায় আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। এই কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) কে সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ কহিরুল ইসলাম খাইরুলকে সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ চিশতিকে সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতি কলিম উদ্দিনকে সহ-সভাপতি করা হয়, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালে, ২বছর মেয়াদ শেষ হলে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির করা হয় এবং ২৯ আগস্ট ২০২৪ইং তারিখ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, আজ ৩০/০৮/২০২৪ইং পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ ২০২৪-২০২৬ইং তারিখ পর্যন্ত দুই বছর মেয়াদে করা হয়েছে।

উক্ত আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অভিনন্দন ও শুভেচ্ছা জানান অনেকেই। উক্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, এই পূর্ণাঙ্গ কমিটি’র সকল সদস্যদের নাম ও পদ পদবিসহ জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *