খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের উত্তর হাজীপুর (জানের পাড়) গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এমএলএসএস (নিরাপত্তাকর্মী) রাকিবের খোঁজে দিশেহারা পরিবার। জানা গেছে, উপজেলার উত্তর হাজীপুর (জানের পাড়) গ্রামের মৃত্যু আবুল হোসেন এর ছেলে মো. রাকিবুল ইসলাম (৩৫) নিখোঁজ হয়েছেন। গত ২৯ জুন ২০১৬ ই সাল হতে উপজেলার ইকরচালী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এমএলএসএস (নিরাপত্তাকর্মী) হিসেবে কর্মরত ছিলেন। গত রবিবার (২৫ আগস্ট) সকাল অনুমান ৯টার দিকে তার নিজ বাড়ি হতে অফিসের উদ্দেশ্যে বেড়িয়ে যান। পরে অফিসের সময় পেরিয়ে গেলেও দিন শেষে আর বাড়িতে ফিরেনি রাকিবুল। রাকিবের স্ত্রী রুপালী বেগম জানান, আমার স্বামী পিঙ্ক কালার টি সার্ট ও জিন্স প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে যান। পরে আর বাড়িতে ফিরেনি। রাকিবের মোবাইল (০১৭২৮৪৬২৭৯৮) নাম্বারে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যাচ্ছেনা। এমতাবস্থায় নিরুপায় হয়ে তারাগঞ্জ থানায় নিখোঁজ সন্ধানে জিডি করেছি। এখন আমাদের পরিবারে আমার শ্বাশুরি সহ তিন সন্তান পাঁচজন রয়েছি। স্বামীর উপার্জনের উপর নির্ভর করে চলে আমাদের পরিবার। গত দুদিন হতে, আমার স্বামীর কোন সন্ধান না পেয়ে পুরো পরিবার আজ দিশেহারা। ইউপি সদস্য তাজ উদ্দিন বলেন, রাকিবুল ভালো ছেলে, এলাকার সবাই তাকে চেনে জানে। হঠাত করে কদিন হতে কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর আলম বলেন, আমার শ্যালক রাকিবুল ইসলাম। গত দুদিন হতে তার কোন সন্ধান পাচ্ছি না আমরা। কোন স্থানে তার সন্ধান পেলে অনুগ্রহ পূর্বক এই মোবইল ০১৭৪৯৪৮৭৯৯২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম জানান, রাকিবুল ইসলামের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যাহার নাম্বার ৯১৯ ট্রাকিং নাম্বার ছঢঘ৫ঘচ। তার ব্যবহত মোবাইল নাম্বার তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্তের চেষ্টা চলমান রয়েছে।
তারাগঞ্জে রাকিবুল নিখাঁজে দিশেহারা পরিবার

Leave a Reply