December 21, 2024, 2:27 pm
শেখ সাইফুল ইসলাম কবির.বিশেষ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থান আন্দোলন পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ আগস্ট) বিকেলে মোরেলগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন কেন্দ্রীয় মডেল মসজিদ চত্ত্বরে এই গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোড়েলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এইচ এম সাইফুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য (পীর সাহেব মোড়েলগঞ্জ) প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ দাঃবা।এছাড়াও সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা শাখার (সভাপতি) হাফেজ মাওলানা মাহফুজুর রহমান,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট আলেমে দ্বীন, মাওলানা ওমর ফারুক নূরী,জেলা শাখা সাংগঠনিক সম্পাদক,মুফতি শেখ নুরুজ্জামান, শরোনখোলা উপজেলা শাখা সভাপতি, মাস্টার রুহুল আমিন সরদার, মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক, মাওলানা মোঃ আসাদুল্লাহসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাগেরহাট জেলা উপজেলার নেতৃবৃন্দরাও এতে বক্তব্য রাখেন।সমাবেশে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, অগনতান্ত্রিক ও স্বৈরাচারী আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৫ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের নেতাকর্মীরা সারা দেশে যত হত্যা খুন রাহাজানি করেছে সবগুলোর দ্রুত তদন্ত করে সব অপরাধীর বিচার করতে হবে। তিনি নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য ভূমিকা রাখতেও আহবান জানান।সেই সাথে কোনো মন্দির ও সংখ্যালঘুর বাড়িতে যেন কোনোভাবেই কেউ হামলা করতে না পারে সেদিকেও সর্তক থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।