এ টিম সেলিম মিয়া,
ফুলবাড়ীয়া প্রতিনিধি।।
ময়মনিসংহের ফুলবাড়ীয়ার সাবেক সংসদ সদস্য আব্দুল মালেক সরকার, উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র গোলাম কিবরিয়াসহ আওয়ামী লীগের ৫৯৭ নেতা–কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।
গতকাল রোববার ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেছেন স্থানীয় বিএনপি নেতা মো. ওমর ফারুক।
মামলার এজাহারে বলা হয়, ৪ আগস্ট বিকেল পাঁচটার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার জননী সিনেমা হল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে হামলা চালানো হয়। এ সময় ময়মনসিংহ–৬ (ফুলবাড়ীয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেক সরকার তার ব্যবহ্নত পিস্তল বের করে অন্য আসামিদের হামলা চালানোর নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের ওপর হামলা, থানার ওসির বাসভবনে হামলা, ফুলবাড়ীয়া থানায় হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল রোববার বিএনপি নেতা ওমর ফারুক বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় মামলাটি করেন। এতে ময়মনসিংহ-৬ আসনের সাবেক এমপি আব্দুল মালেক সরকারকে প্রধান আসামি করা হয়েছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ, পৌরসভার মেয়র গোলাম কিবরিয়াসহ এজাহারে ৯৭ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়। এই মামলায় অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ রোববার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে তালিকাভুক্ত করে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জাজামান বলেন, সাবেক এমপিসহ ৯৭ জনকে তালিকাভুক্ত ও অজ্ঞাত নামা ৪০০/৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলাটি তালিকাভুক্ত হয়েছে।

Leave a Reply