রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন রাজশাহী জেলা জামায়াত ইসলামীর পশ্চিম ও পূর্ব শাখার নেতৃবৃন্দ।
রোববার (১৮ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের সময় পুলিশ সুপারের কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জামায়াতের নেতৃবৃন্দ পুলিশ সুপারকে বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রস্তুত আছে। নেতাকর্মীরা সংকটময় মুহূর্তেও মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করেছে ও ভবিষ্যতেও করবে। মন্দির রক্ষায় নেতাকর্মীরা কাজ করেছে। কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি করতে দেওয়া হয়নি। ভবিষ্যতেও কোনো রাজনৈতিক গোষ্ঠী চক্রান্ত চেষ্টার পরিকল্পনা করলে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা রুখে দিবে বলে এসপিকে জানান নেতৃবৃন্দ। এছাড়া জামায়াত নেতৃবৃন্দের পক্ষ থেকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নিমূলে পুলিশকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। পুলিশ সুপার জামায়াত নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নেতাকর্মীদের পুলিশের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পশ্চিম শাখা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, পূর্ব জেলা আমীর রেজাউর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল খালেক, পূর্ব জেলা সেক্রেটারী নাজমুল হক, জেলা পশ্চিমের সহকারী সেক্রেটারী ড. ওবায়দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী পশ্চিম জেলা সেক্রেটারী আব্দুল কাদির, শিবিরের জেলা সভাপতি রুবেল আলী প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply