আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১৫জন নারী পুরুষকে আটক-ঘটনাস্থল ভবনে তালা

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর রোডে ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল থেকে জিরানীসহ বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ও ভবনে অবৈধ ভাবে দেহব্যবসা এবং অসামাজিক কার্যকলাপ করছে একটি চক্র।

ঢাকার আশুলিয়ায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে ওই হোটেল থেকে ১৫জন নারী পুরুষকে আটক করে শিক্ষার্থীরা। পরে ওই হোটেল থেকে তাদের বের করে দিয়ে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়। গতকাল শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উপস্থিত শিক্ষার্থীরা জানান, সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে জিরানী বাজার এলাকায় ড্রীমল্যান্ড গেষ্টহাউজ নাম দিয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ আগস্ট) জুমার নামাজের পর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই গেস্ট হাউজে যায়। এসময় বিভিন্ন কক্ষে আপত্তিকর অবস্থায় ১৫জন নারী-পুরুষকে দেখতে পায়।

এসময় তাদেরকে বের করে একজায়গায় জড়ো করে এবং ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপ করবে না মর্মে জানালে সবাইকে হোটেল থেকে বের করে দেয়া হয়। একপর্যায়ে ওই হোটেলের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা।

জানা গেছে, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপ অবাধে চলছে, বিভিন্ন সময় এদের অনেকেই আটক হলেও কিছু পুলিশ অফিসার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এসবের সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *