মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সম্মেলনের উপজেলায় যুব বিভাগের উদ্যোগে র্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ সবুজ শিক্ষালয়ের শিক্ষক সম্মেলন কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীসহ আব্দুল মালেকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যালি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাজেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর জামায়াতের আমির মোঃ একরামুল হক, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি আতাউর রহমান প্রমূখ। পরে শহীদদের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করা হয়।
Leave a Reply