শাজাহানপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) উপজেলার মাঝিড়া বন্দরে কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পুর্বে শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদুৎ বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দুঃশাসনে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি ও এদেশের সকল জনগন নির্যাতিত হয়েছিল। অধিকার চাইলেই রাজাকার বলে গুম, খুন, হত্যা সহ নেমে নানা নির্যাতন।
এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে এদেশের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তোলে। দ্বিতীয়বারের মত স্বাধীন করে বাংলাদেশ। তাদের রক্তের ঋণ কখনও এই জাতি শোধ করতে পারবেনা।
মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদের সভাপতিত্বে এ দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সহক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরমান মন্ডল, মাঝিড়া ইউনিয়ন কৃষকদল সভাপতি রেজাউল করিম তথ্য সম্পাদক ইসমাইল হোসেন, স্বাস্থ্য সম্পাদক আবদুস সালাম।
এছাড়া বিএনপি নেতা শাহ আলম,রফিক, টুকু, সামছু, রব্বানী, মিরাজুল,আলাল,আবু হাসেম, জামায়াত ইসলামী নেতা আবদুর রহমান, আতিকুর রহমান ও আবু হাসান সহ মসজিদের মুসল্লীরা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *