ফুলবাড়ীয়া দুই স্কুলের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোসলেম উদ্দিন

মোঃ সেলিম মিয়া (ফুলবাড়ীয়া) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নয়নমনি হাই স্কুল চারতল ও রঘুনাথপুর হাই স্কুলের তিনতল নবনির্মিত একাডেমী ভবনের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১২ সেপ্টেম্বর) আলাদা আলাদা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রæতি সম্পর্কিত কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এ ভবনগুলোর উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী ও বালিয়ান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এড. মফিজ উদ্দিন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান পলাশ প্রমূখ বক্তৃতা করেন।
অপরদিকে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফারজানা শারমিন বিউটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, রাধাকানাই ইউনিয়নের সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মাস্টার প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *