January 15, 2025, 9:15 am
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
আক্কেলপুরে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য সবুজ হোসেন এর বাবা ও মাকে হাত পা বেঁধে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে ওই সেনা সদস্যের চাচাতো ভাই ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার আওয়ালগাড়ী শেখ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় সেনা সদস্যের বাবা ভুক্তভোগী আতাউর রহমান (৬০) বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা করেন। অভিযুক্তরা হলেন, বাদীর আপন ভাই সিরাজুল ইসলাম এর ছেলে আসামী ১.ইমাম হোসেন বাবু (৩৫), ২. শাহানুর (২৫), ৩. মেয়ে রুমা (৩০), ৪. স্ত্রী রেহেনা (৫৫), ৫. ইমাম হোসের এর স্ত্রী রুমি খাতুন (৩২), ৬. এনামুলের স্ত্রী নাদিরা (৩৫), ৭. মৃত ওহাব এর ছেলে সুলতান (৪০), ৮. আব্দুল হামিদ এর ছেলে আজুহান (৪০)।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকরসিদ্দিকী বলেন। ১৮৬০ পেনাল কোডেঃ বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া অনাধিকার প্রবেশ করিয়া হত্যার উদ্দেশ্যে মারপিট করতঃ শ্লীলতাহানি ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। আসামীদের গ্রেফতার জন্য অভিযান চলছে খুব দ্রুততম সময়ে আসামীদের গ্রেফতার করা হবে।