সুন্দরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে অগ্নি সংযোগের চেষ্টায় গ্রেফতার-১

গাইবান্ধ জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কেকৈ কাজদহ গ্রামের আশ্রয়ন প্রকল্পের ঘরে অগ্নিসংযোগের চেষ্টায় এক যুবককে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছেন এলাকাবাসী।

স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই আশ্রয়ন প্রকল্পের ঘরে(১৩৭৯) বসবাসরত আব্দুল হামিদ মিয়ার ছেলে সবুজ মিয়া পার্শ্ববর্তী মৃত ফান্দু বর্মনের ছেলে মংলু চন্দ্র বর্মনের ঘরের(১৩৮০) তালা ভেঙ্গে আগুন লাগিয়ে দেয়। এ সময় আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি দুষ্কৃতিকারী সবুজকে স্থানীয়রা আটক করে সংশ্লিষ্ট  ইউপি সদস্য আব্দুস সামাদের জিম্মায় দেয়। পরে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম নিজেই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে সবুজকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের মধ্যে অনেকে জানান সবুজ ভান্ডারী তরীকা করে এবং সে মানসিক ভারসাম্যহীন। মংলু চন্দ্র অত্যন্ত অভাবগ্রস্থ হওয়ায় মাসখানেক আগে কাজের উদ্দেশ্যে পরিবার নিয়ে গিয়ে ঢাকায় থাকেন বলে জানা গেছে। 

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সবুজকে কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। ভাল মন্দ যাচাই বাছাই করে দেখা হচ্ছে। 

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অগ্নি সংযোগের ঘটনায় ভালোভাবে খতিয়ে দেখে ক্ষতি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *