ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃ*ত্যু 

আজিজুল ইসলাম : যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি ঝিকরগাছা সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। নিহত শামিমার সহকর্মী মেহেদী হাসান জানান, প্রতিদিনের মত আজও অফিস শেষ করে শামিমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অফিস থেকে ১০০ গজ দুরে যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেধে তিনি রাস্তার উপর মোটরসাইকেলের ডান পাশে পড়ে যান। একই সময়ে যশোর গামী একটি ট্রাকের পেছনের চাকা মহিলার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে জ্যামের সৃষ্টি হয়।

ঝিকরগাছা উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নয়ন চৌধুরী বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুতই আমরা ঘটনাস্থলে চলে আসি এবং লাশ রাস্তা থেকে উঠিয়ে পাশে রেখে দিয়েছি। নিহত মহিলার মাথা পুরোপুরি থেতলে গিয়েছে। হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে আমরা লাশ তাদের কাছে হস্তান্তর করবো।

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বি এম কামাল হোসেন ভুইঁয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারন হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। উনারা এসে লাশের দায়িত্ব নিবেন। রিপোর্ট লেখা পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থলেই ছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *