পাইকগাছা বিএনপির সাধারন সম্পাদককে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
পাইকগাছা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক বার বার নির্বাচিত
চেয়ারম্যান এস এম এনামুল হককে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সমপ্রদায়ের হাজার হাজার
মানুষ চেয়ারম্যান এনামুলের বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য মানববন্ধন করে এবং বিএনপির নেতৃবৃন্দ বাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। উল্লেখ্য গত ১০আগষ্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি সাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে সাময়িক বহিষ্কার করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যঙ্গেশ্বর কাত্তিক, প্রভাষক সুজিৎ কুমার মন্ডল, কিশোর কুমার মন্ডল রমেশ মন্ডল, উদয় সানা, দেবাশীষ সরদার, দীনবন্ধু সানা, প্রিতিস মন্ডল, প্রণব মন্ডল, দেবু সরদার, প্রশান্ত মন্ডল, সমিরন মন্ডল,জ্যোতিষ মন্ডল রবি শংকর গাইন, দিলীপ, অশেষ ঢালী, জয়দেব রায় কল্যাণী রায়, শংকরী মন্ডল, রিক্তা মন্ডল, শ্যামলী সানা, পূর্ণিমা মন্ডল, কিয়া রানী মন্ডল, প্রভাস মন্ডল, শিবপদ মন্ডল,শৈলেন মন্ডল নির্মল চন্দ্র মন্ডল ডাক্তার নিত্য রঞ্জন মন্ডল ইউপি সদস্য পলাশ রায় মনি শংকর মন্ডল রিতা রানী মন্ডল তন্ময় পরিমল চন্দ্র মন্ডল প্রমূখ।
অপরদিকে সন্ত্রাস বিরোধী গনমিছিল ও বিক্ষোভ সমাবেশে আসলাম পারভেজের সভাপতিত্বে ও এস এম এমদাদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, সোহেল গাজী, শেখ ইমাদুল ইসলাম, সাইফুল ইসলাম তারিখ,শেখ সাদেকুজ্জামান, আবুবক্কার সানা, মিজান জোয়ারদার আব্দুস সাত্তার, আনারুল কাদির, মমিনুর রহমান, আব্দুল গফুর, শেখ ইব্রাহিম, হাবিবুর রহমান, মাসুদ পারভেজ, লিপ্টন সরদার, হযরত গাজী, জুয়েল, তৈবুর রহমান, হাবিবুর রহমান হবি মোল্লা, মেম্বার আব্দুল হাকিম, সন্তোষ কুমার গাইন, ইউনুস মোল্লা প্রমুখ।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *