হাসপাতালেও ছাত্রদের মনিটরিং,এ যেনো এতিম মুমূর্ষু একটি হাসপাতালের আদর্শ চিত্র

ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

বিপ্লবের হাওয়া এখন দেশের চারদিকে, সারাতে হবে সমাজ,মেরামত করতে হবে রাস্ট্রীয় ভেঙে পরা কাঠামো। আর এই দায়িত্ব ছাত্র ও জনতার কাধেই।।
নলছিটিতে আজ সকাল থেকে ছাত্রদের একটি টিম নগরীর বাজার,দোকান মনিটরিং করছিলো।এরই ধারাবাহিকতায় তারা দুপুর বারোটার দিকে উপস্থিত হয় নলছিটি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের খোজখবর নিতে।কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালটিকে একরকম এতিম অবস্থায় পাওয়া যায়।ছাত্ররা দুপুর বারোটার সময় গিয়েও দেখেন নতুন পতাকা স্ট্যান্ড খালি পরে আছে,উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।হাসপাতালের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলতে গিয়ে দেখা যায় তিনি তখনও অফিসে আসেন নি।তার কক্ষের দায়িত্বে থাকা পিওন জানান তিনি ঝালকাঠিতে সিভিল সার্জনের কার্যালয়ে মিটিংয়ে আছেন।সত্যতা যাচাই করতে ঝালকাঠির সিভিল সার্জনের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানা যায়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসলে সেখানেও নেই।তাহলে তিনি কোথায় গেলেন,হাসপাতালের দায়িত্বই বা কার কাছে?এই প্রশ্নের উত্তর খুজতে ছাত্ররা হাসপাতালের আবাসিক চিকিৎসকের সন্ধান করেন,কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে তাকেও খুজে পাওয়া যায়নি।এসময় হতাশ হয়ে ছাত্ররা বলতে থাকেন হাসপাতালের কর্তৃপক্ষ কে তাহলে এখন, তখন একজন সেবা গ্রহীতা বলে ওঠেন হাসপাতালটি আপাতত এতিম,এর কেউ নেই।বাস্তবেও দেখা গিয়েছে এমনই চিত্র।ভর্তি রোগীদের বেডে দেয়া হয়না মশারি,চাইলেও বদলে দিতে চায়না ময়লা হওয়া চাদর,আউটডোরে চিকিৎসা দিচ্ছেন মাত্র তিন জন চিকিৎসক,রোগ নির্নয়ে এক্সরে মেশিনের নেই ফিল্ম তাই সেটিও অচল প্রায় দুই মাস।বহুদিন ধরে বিকল হয়ে পরে আছে নতুন আলট্রাসনোগ্রাম মেশিন,নেই মেরামতের উদ্যোগ। প্যাথলজিতে চালু করা হয়নি নতুন সেল কাউন্টার মেশিন,বহুদিন আগে আনা হলেও পরে আছে সেটি।এক প্রকার প্রকৃত এতিম অবস্থায় মুমূর্ষু একটি হাসপাতালের আদর্শ চিত্র যেনো নলছিটি উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের।এ বিষয়ে উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যস্ত পাওয়া যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *