September 17, 2025, 12:26 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
কোবরা সা-পের ছো-বলে আহ-ত নারী, হাসপাতালে আনলেন সাপটিকেও রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ডাকা-তি মাম-লায় লু-ন্ঠিত মা-লামাল উ-দ্ধার’সহ ৮ জন গ্রে-ফতার সুজানগরে প-রিত্যক্ত অবস্থায় অ-স্ত্র উ-দ্ধার নতুন জীবন পেল সুজানগরে শি-কারির ফঁা-দে আট-কা ৪৫টি পাখি পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে ঘেরের আ-ইলে সবজি চাষ গোদাগাড়ীতে স-র্বনাশা পদ্মা নদীর ভ-য়াবহ ভাঙ্গনের শি-কার ৩ শত পরিবার দোয়ারাবাজারে বয়স্ক, বিধবা ও প্র-তিবন্ধী ভাতার ২৬৭টি বই বিত-রণ পাইকগাছায় গলায় ও-ড়না পেঁ-চিয়ে এক কিশোরীর আত্মহ-ত্যা শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন প-দ হারালেন আশুলিয়ায় গু-লিবিদ্ধ অ-জ্ঞাত এক যুবকের লা-শ উদ্ধার করেছেন পুলিশ
পানছড়িতে আমড়া বিক্রেতাকে সহায়তা করা চতুর্থ শ্রেণির সেই শিশুকে পুরষ্কৃত করা হয়েছে

পানছড়িতে আমড়া বিক্রেতাকে সহায়তা করা চতুর্থ শ্রেণির সেই শিশুকে পুরষ্কৃত করা হয়েছে

মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আদর্শ শিশু বিদ্যা নিকেতন এর চতুর্থ শ্রেণির ছাত্র অরিয়ান দেবকে মানবিক কাজে এগিয়ে এসে এক বয়ষ্ক আমড়া বিক্রেতাকে উঁচু টিলা উঠতে সহায়তা করায়
তার ভালো কাজের জন্য পুরষ্কৃত করা হয়েছে।

১১ সেপ্টেম্বর( রবিবার) বিকাল ৪টার সময় অনির্বাণ শিল্পীগোষ্ঠী কার্যালয়ে তার হাতে এই পুরষ্কার তুলে দেন পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের ও তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম ওয়াফেস ওসমান ও সাংবাদিক মিঠুন সাহা।

জানা যায়, ছাত্রটি পানছড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবু দেব এর একমাত্র ছেলে অরিয়ান দেব ( বাবু) সে আদর্শ শিশু বিদ্যা নিকেতনে চতুর্থ শ্রেণিতে পড়ে।সে ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী।

পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম বলেন:তার এমন ভালো কাজে আমরা অত্যন্ত খুশি।আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি এই সময় আরও বলেন আমরা যদি এইভাবে প্রতিটি ভালো কাজের জন্য উৎসাহিত করি। তাহলে আমাদের সমাজে ভালো ভালো ব্যক্তিরা মূল্যায়িত হবে।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় বিদ্যালয়ে যাওয়ার পথে পানছড়ি থানা টিলার সামনে ভ্যানচালকের কষ্ট দেখে স্বইচ্ছায় ছুটে এসে গাড়িটাকে উপরে তুলে আনতে সহায়তা করে সে।সে সময় এই মানবিক দৃশ্যটি নজড়ে পড়ে ইমতিয়াজ উদ্দিন হেলাল নামের এক তরুণ যুবকের। তিনি সে সময় দৃশ্যটি তার মুঠোফোনে ধারণ করে ফেইসবুকে তার টাইমলাইনে শেয়ার করেন। আর তাতেই প্রশংসায় ছেয়ে যায় ফেইসবুক ওয়াল।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD