মধুপুরের ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায়
চতুর্থ দিনের মতো ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে শনিবার ১০ আগস্ট দুপুরে মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় আনারস চত্ত্বরে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা ফেরাতে স্বেচ্ছাসেবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ করেন মধুপর ওয়ালটন প্লাজার কর্মকর্তাগন। এসময় উপস্হিত ছিলেন ওয়ালটন প্লাজার টাঙ্গাইল এরিয়ার সেলস ম্যানেজার
মোঃ আল মাসুর রহমান, ওয়াল্টন প্লাজা মধুপুরের ব্রাঞ্চ ম্যানেজার আবুল হাসান, এসি সেলস মনিটরিং
মোঃ সরোয়ারদি সহ অন্যান্য কর্মকর্তাগন।
যানজট নিরসনে ট্রাফিকের কাজ করে যাচ্ছেন মধুপুরের সাধারণ শিক্ষার্থীরা। রাষ্ট্র ও দেশ সংস্কারে এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। মধুপুরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে ভুয়সি প্রশংসা কুঁড়িয়েছেন তারা। অনেকেই তাদের এই কাজে সন্তুষ্ট হয়ে খাবার ও পানি হাতে তুলে দিচ্ছেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে নিরলস ভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন স্কুল-কলেজের রোভার স্কাউট সহ আনসার সদস্যদের। দেশজুড়ে চলমান সংকটময় মুহূর্তে বাংলাদেশ পুলিশ সদস্যরা যখন কর্মবিরতিতে আছেন ঠিক সেই মুহূর্তে শিক্ষার্থীদের এই ভূমিকা পালন করতে দেখে খুশি পথচারী ও সাধারণ মানুষ।
সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তা পরিষ্কার করা এবং রাত জেগে গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারার এমনকাজে মুগ্ধ সর্বসাধারন। নতুন প্রজন্মের হাতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *