খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি।।
রংপুরের তারাগঞ্জে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন, সড়কে চলাচলকারী মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করতে তাদের সচেতনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারাগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়ক ও শহীদ মিনারসহ তারাগঞ্জ বাজারের সড়ক গুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন তারা।
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আশরাফী বলেন, সকাল থেকেই আমরা তারাগঞ্জ বাজারের বিভিন্ন স্থানের সড়ক ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি। আমরা চাই একটা নতুন বাংলাদেশ হোক, যে বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি।

Leave a Reply