December 21, 2024, 3:48 pm
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো কোটা সংস্কার আন্দোলন তথা হাসিনা পতনের আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মোনাজাত। এ সময় ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন দলের সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন কোন প্রকার সহিংসতা করা যাবে না। কোন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সে দিকে দলের নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে বলেছেন। সংখ্যালগুদের নিরাপত্তা দিতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন। ওয়ার্ড ইউনিয়নে সহিংসতা সহিংসতা প্রতিরোধ কমিটি করা হবে বলে জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন,উপজেলা বিএনপি আহবায়ক আনিসুর রহমান হেলাল খান, সাবেক মেয়র মজিবুর রহমান, সাবেক কমিশনার ও বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ সাইফুল্লাহ, আর ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপু, বিএনপি নেতা সেলিম গাজী, জিয়াউল কবির মিঠু, স্বেচ্ছাসেবক দলনেতা তৌহিদুল আলম মান্না, সাইদুল কবির রানা, মেহেদী হাসান তারেক, এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হানজালা নোমানী, মোনাজাত আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন। এসময় উপজেলার বিএনপি, ছাত্রজনতা সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন।