রাজশাহীর গোদাগাড়ীতেও ১ দফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষো*ভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ দেশব্যাপী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদে ১ দফা দাবিতে সারাদেশের মত রাজশাহীর গোদাগাড়ীর ফিরোজ চত্তরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।

রবিবার সকাল সাড়ে ১১টায় পূর্বঘোষনা অনুযায়ী ছাত্র জনতা গোদাগাড়ীতে অবস্থান করে। বিক্ষোভ মিছিল নিয়ে গোদাগাড়ী, মহিশালবাড়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। বিভিন্ন পর্যারের শিক্ষার্থী, সাধারণ জানতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এতে। বিভিন্ন দিক থেকে ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা।
এদিকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ নেতাকর্মী ফেসবুকে সকাল ৯ টা থেকে ফিরোজ চত্তরে থাকার ঘোষনা দিলেও তাদের দেখা পাওয়া যায়নি।

পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি। তারা প্রধনমন্ত্রী শেখ হাসিনা’কে ক্ষমতা ছাড়ার আহ্বান জানান ।

গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিনের যোগাযোগ করা হলে তিনি জানান কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল ও বিক্ষাভ সমাবেশ করেছে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *