December 26, 2024, 9:20 pm
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
পবিত্র ঈদউল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কলমা ইউনিয়ন শাখার বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকার।
মোঃতুহিন খন্দকার বলেন, পবিত্র ঈদউল আযহা ত্যাগের দিন। আল্লাহু তালার আদেশ পালনের জন্য ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানী করে থাকেন। এ ত্যাগের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে।
এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।
তিনি আরোও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদউল আযহার অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদউল আযহা এ প্রত্যাশা করি। সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।