সুন্দরগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘটনায় নিহ*ত ছাত্রলীগ নেতা সামুর দাফন সম্পন্ন

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে আহত ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামু (৩৯) মারা গেছেন।(ইন্না-লিল্লাহে ওয়া…….রাজেউন।) মৃত্যুকালে তিনি ১ ছেলে, স্ত্রী, বাবা, মা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতা সামিউল ইসলাম সামু তার ২ বন্ধুকে সাথে নিয়ে আত্নীয়ের বাড়ি যাওয়ার পথে কুড়িগ্রামের ফুলবাড়িয়া গড়ের মাথা নামক স্থানে পৌঁছিলে একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষের মত মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এসময় সামু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ঘটনায় সামুসহ আরও ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে সামুর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এয়ার এম্বুলেন্স যোগে ঢাকার বেসরকারি নিউরোসাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল আনুমানিক ৭টার সময় তিনি মারা যান।

নিহত সামিউল ইসলাম সামু সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বাইপাস মহল্লার দলিল সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম লাল মিয়ার ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সুন্দরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওইদিন রাত সাড়ে নয়টার সময় তাকে তার পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠন গভীর শোক জানিয়েছেন। অপরদিকে তার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা ও সাধারণ সম্পাদক এ মান্নান আকন্দসহ কর্মরত সকল সাংবাদিক গভীর শোক জানানোসহ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *