তানোরের কামারগাঁ ইউপি চেয়ারম্যান মিন্টুর চমক

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত হয়েছেন ইউপি আওয়ামী লীগের সাবেক সম্পাদক ও বিশিষ্ট ব্যবায়ী সুফি কামাল মিন্টু। এদিকে দায়িত্ব গ্রহণের আগেই
ইউপির ৬টি বির্তকিত ও বিরোধপুর্ণ গভীর নলকুপ পরিচালনায় সমিতি গঠন করে চমক দেখালেন চেয়ারম্যান মিন্টু। স্থানীয় সাংসদের নির্দেশনায়, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার( ইউএনও) সার্বিক সহযোগীতায় এসব গভীর নলকুপের সমিতি গঠন করে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান মিন্টু।অথচ দীর্ঘদিন যাবত অনেকে অনেক প্রতিশ্রুতি দিলেও এসব গভীর নলকুপের সমিতি গঠন করতে পারেনি। কারণ গভীর নলকুপগুলো ছিল সোনার ডিম পাড়া রাজহাঁস। তবে মিন্টু সে পথে হাঁটেনি, তিনি কৃষকের কথা বিবেচনা করে কৃষকের দীর্ঘদিনের দাবী পুরুন করেছেন।
জানা গেছে, গত ১ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ৬টি গভীর নলকুপ স্কীমের কৃষকদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এদিন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান,তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী জামিনুর রহমান ও কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুপ্রমুখ। এদিকে দীর্ঘদিন পর গভীর নলকুপ পরিচালনায় সমিতি গঠন ও অবৈধ দখলমুক্ত হবার খবর ছড়িয়ে পড়লে এলাকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পরম স্বত্তি বিরাজ করছে। এতে এলাকার কৃষকেরা স্থানীয় সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এসব গভীর নলকুপের অপারেটরদের বিতাড়িত করে রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরাগণ সাধারণ কৃষকদের জিম্মি করে সেচ চার্জ আদায়ের নামে রিতিমতো চাঁদাবাজি ও কৃষকদের শোষণ করেছেন।তাদের দমন-নিপিড়নে কৃষক সমাজ রিতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল।
এদিকে গভীর নলকুপ নিয়ে কৃষকদের হয়রানি-শোষণের ঘটনা স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দৃষ্টিগোচর হলে, তিনি প্রতিটি গভীর নলকুপ পরিচালনায় স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিত্বে সমিতি গঠনের নির্দেশ দেন। সাংসদের সেই নির্দেশনার আলোকেই গভীর নলকুল পরিচালনায় সমিতি গঠন করা শুরু হয়েছে। কৃষক সজিব রহমান, রেজাউল ইসলাম ও বুলবুল বলেন, তাদের দীর্ঘদিনের দাবী পুরুণ হয়েছে, এই জন্য তারা সংশ্লিষ্ট সকলের কাছে চিরকৃতজ্ঞ। এবিষয়ে জানতে চাইলে সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, কৃষকদের জন্যই গভীর নলকুপ, কাজেই স্কীমভুক্ত কৃষকেরা যেভাবে চাইবে, গভীর নলকুপ সেই ভাবে পরিচালিত হবে,তারা কৃষকের পক্ষে।তিনি বলেন, উপজেলার সকল গভীর নলকুপে সমিতি গঠন করা হবে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *