ঢাকা জেলার সাভার আশুলিয়াসহ তিন থানায় ২২টি মামলা, ২১০ জনকে গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকা জেলার ধামরাই, সাভার ও আশুলিয়া থানাসহ তিনটি থানায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৩টি থানায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২১০ জন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, ভাংচুর, হামলা ও লুটপাটসহ নানারকম ঘটনায় গত কয়েক দিনে তিন থানায় মোট ২২টি মামলা করা হয়।

এরমধ্যে ধামরাই থানায় একটি, আশুলিয়া থানায় ছয়টি ও সাভার মডেল থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকার সাভারে কয়েক দিন ধরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় সরকারি-বেসরকারি ভবন, দোকানপাট ও বিপণিবিতানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় চারটি বাস, একটি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে।

ওই সংঘর্ষের ঘটনায় সাভারে অন্তত নয়জনের মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও প্রায় দুই শতাধিক আহতের ঘটনা ঘটেছে।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আবদুল্লাহিল কাফী গণমাধ্যমকে বলেন, ‘সরকারবিরোধী একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে দুষ্কৃতকারীরা এসব ঘটনা ঘটিয়েছে। তাদেরকে গ্রেফতার করাসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ এদিকে আশুলিয়া থানা পুলিশের দাবী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, জনগণ নিরাপদে আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *