পটিয়ায় ছাত্রলীগ নেতাকে কু*পিয়ে জখম: ইউপি চেয়ারম্যানের ভাই কারাগারে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ার হুলাইন ছালেহ নুর ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইনকনকে কুপিয়ে জখমের ঘটনায় ফৌজুল আজিম রুপু (২৭) নামের একজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের দক্ষিণ হুলাইন গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র এবং হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফৌজুল কবির কুমারের ছোট ভাই। ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাররাহুম আহমদের আদালতে আত্মসর্পন করতে গেলে বিচারক শুনানী শেষে রুপুকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। রুপু জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইনকনের সঙ্গে কিশোর গ্যাং লিডার ফৌজুল আজিম রুপুসহ স্থানীয়দের বেশ কিছু যুবকের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১ ফেব্রুয়ারি রুপুর নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা ছাত্রলীগ নেতাকে দাড়ালো কিরিচ দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন।  এ ঘটনায় পটিয়া থানায় একটি মামলা রেকর্ড হয়। ওই মামলার ১নং আসামী ফৌজুল আজিম রুপু। দীর্ঘদিন সে পলাতক থাকার পর ৩০ জুলাই মঙ্গলবার আদালতে আত্মসর্পন করতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাইফু জানিয়েছেন, ফৌজুল আজিম রুপু এলাকার চিহ্নিত একজন কিশোর গ্যাং লিডার। তার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। হাবিলাদ্বীপ ইউনিয়নে কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে এলাকার লোকজন অতিষ্ঠ।  
পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবি নুর মিয়া জানিয়েছেন, ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলার ১নং আসামী কিশোর গ্যাং লিডার ফৌজুল আজিম রুপুকে কারাগারে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *