December 30, 2024, 2:28 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্বৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে মধুপুর উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তার অফিস কক্ষে মধুপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শাকুরা নাম্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রহমান, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মৎস্যকর্মকর্তা আতিয়ার রহমান জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করণ,পুকুরের পানির রাসায়নিক গুনাগুন পরীক্ষা, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং সহ প্রচার প্রচারনা চালানো হচ্ছে বলে তিনি জানান।