September 16, 2024, 6:57 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
অতি বর্ষনে শার্শার দক্ষিনাঞ্চল প্লাবিত, ধানসহ তরি তরকারি ফসলের ব্যাপক ক্ষতি নওগাঁয় অবৈধ বিস্ফোরক দ্রব্যসহ বিস্ফোরক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া জমি দখল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন দিদারুলের পরিবার ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্য’র মৃত্যু সুজানগর পৌরসভার আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা.)উদযাপন র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর পৃথক তিনটি অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নড়াইলে পুলিশের অভিযানে দুই সহোদর হত্যা মামলার তিনজন গ্রেফতার ধামইরহাটের প্রতিপক্ষের রাসায়নিক বিষ প্রয়োগে ধান ক্ষেত নষ্ট বজ্রাপাত থেকে বাঁচতে তালগাছ রোপন
পানছড়িতে মা মনসা পুঁথি পাঠের আসর জমে উঠেছে গোপাল হাজারীর বাড়িতে

পানছড়িতে মা মনসা পুঁথি পাঠের আসর জমে উঠেছে গোপাল হাজারীর বাড়িতে

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির পানছড়িতে মনসাপূজা  উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন এলাকা থেকে এসে গোপাল হাজারীর বাড়িতে দলবেঁধে মনসা পুঁথি পাঠ করছেন পুরুষরা।এই সময় বিভিন্ন গানের সুরের সঙ্গে  একজন একজন করে একাধিক পুরুষ পুঁথির কলি পাঠ করছেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষরা তাতে ঠোঁট মিলিয়ে গেয়ে যাচ্ছেন।

১৭ জুলাই (বুধবার ) রাত ১১ টার সময় পানছড়ি বাজারের স্বর্ণ ব্যবসায়ী গোপাল হাজারীর উদ্যোগে তার বাড়িতে জমজমাট  পুঁথি পাঠের আসরের দৃশ্য দেখা যায়।যা চলবে ভোর রাত পর্যন্ত। 

জানা যায়, মনসা একজন লৌকিক দেবী। তার অসাধারণ জনপ্রিয়তার কারণে হিন্দু সমাজের সকল সম্প্রদায় তাকে দেবী হিসেবে মর্যাদা দেয়।দেবী মনসার পূজা আষাঢ়-শ্রাবণ মাসে পালন করে। বর্ষার প্রকোপে এ সময় সাপের বিচরণ বেড়ে যায়, তাই সাপ থেকে রক্ষা পাওয়ার জন্য ভক্তকূল দেবীর আশ্রয় প্রার্থনা করে। এছাড়া ধন-সম্পদ, সন্তান-সন্তুতির জন্য সর্পদেবীর ভক্ত তার দ্বারস্থ হয়। 

মনসা পূজা উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নারী/পুরুষরা শ্রাবণ মাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে মনসার পুঁথি পাঠ করেন। পুঁথিপাঠের আসরের এ আয়োজন চলে আসছে  যুগ যুগ ধরে। সারাদিনের সকল কাজকর্ম সেরে রাত ১১টা থেকে পুঁথিপাঠে অংশ নেন পুরুষরা।আর নারীদের অংশগ্রহণ দেখা যায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 

পুঁথিপাঠক বিপ্লব পাল বলেন,আমরা অনেক বছর যাবত দেবী মনসার পূজা উপলক্ষে পুঁথি পাঠ করি। আমি ছোট বয়স থেকে বিভিন্ন বাড়িতে বাড়িতে,বিভিন্ন মন্দিরে বন্ধুদের সঙ্গে পুঁথিপাঠে অংশগ্রহণ করে আসছি। 

গোপাল হাজারী  বলেন, মনসার পুঁথিপাঠের বিষয়টি শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ। মনসার কাহিনি   নিয়ে কালজয়ী সাহিত্য রচিত হয়েছে। তবে অঞ্চলভেদে পুঁথি ও তার পঠনরীতি আলাদা। শ্রাবণ মাসের প্রথম দিন থেকে এই পুঁথিপাঠ আরম্ভ হয়, চলে মাসব্যাপী।আর পানছড়িতে প্রথম আমার বাবা জোগেশ চন্দ্র হাজারী ও মা শিশুবালা হাজারি ১৯৪৮ সালের দিকে পুঁতি পাঠের আসর দিয়েছিলেন।আর সেখান থেকে পানছড়ির বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে পুঁতি পাঠের আসর হতো।প্রতিবছর আমরা শ্রাবণ মাসের প্রথম দিন ও শেষ দিন পুঁতি পাঠের আসরের আয়োজন করে থাকি।

পালাগান, কবিগান ও পুঁথিপাঠের আসর মানুষের মাঝে দারুণ প্রভাব ফেলে। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে গ্রামীণ ও লোকজ সংস্কৃতির এ ধরনের অনুষ্ঠানে নানা বর্ণের মানুষের ভিড় থাকত চোখে পড়ার মতো। একসময় গ্রামেগঞ্জে প্রতিনিয়ত এসব অনুষ্ঠান হলেও কালের বিবর্তনে তা হারিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD