December 22, 2024, 6:08 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম জেলায় পুলিশের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পটিয়া থানায় কর্মরত ডিএসবির এএসআই (নি:) সাদ্দাম হোসেন।
চট্টগ্রাম জেলায় সু নামের সাথে চাকুরী করে আসছে তারেই ধারাবাহিকতা কর্মদক্ষতার উপর ভিত্তি করে গত রবিবার (১৪ জুলাই ) মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্ তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। চট্টগ্রাম পুলিশ লাইন্সের মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক প্রদানকালে জেলার ও বিভিন্ন থানা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হওয়ায় এএসআই (নি:) সাদ্দাম হোসেন বলেন, পুলিশ সুপারের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি আনন্দিত। ভবিষ্যতে ও সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো। যে মানদন্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।এজন্য মহান আল্লাহ্ ও জেলা পুলিশ কর্তৃপক্ষকে বিশেষ কৃতজ্ঞতা জানায়।
উল্লেখ্য, চট্টগ্রামের পটিয়া থানার এএসআই (নি:) সাদ্দাম হোসেন ডিএসবির দায়িত্বতে থাকা অবস্থায় অগ্রিম বিভিন্ন রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি/গোয়েন্দা তথ্য প্রদানে বিশেষ অবদান রাখায় ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ্।