মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ও একটি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ। পুলিশ সুপার, লালমনিরহাট পুলিশ সুপার ছাইফুল ইসলাম, এর দিক নির্দেশনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবিরের, নেতৃত্বে এসআই মোঃ আব্দুল কাদের, ও সঙ্গীয় ফোর্সসহ কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রাম হইতে শিবরামপুর গ্রাম হয়ে গোড়ল হলমোড়ের দিকে যাওয়ার পথে ইউনিয়নের শিবরাম মৌজান্থ জনৈক আব্দুস সামাদ ফকীর এর বসত বাড়ীর সামনে বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর ০১টি বাইসাকেলসহ গ্রেফতারকৃত আসামিকে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি বুঝিতে পারিয়া বাইসাইকেলটি ফেলে দিয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা করে। পরে তারহার সাইকেলে থাকা ক্যরেটের মাঝখানে বিশেষ কায়দায় রক্ষিত ০৮ (আট) কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা উদ্ধার ও বাইসাইকেল সহ তাকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত আসামী হলে আমিনুল ইসলাম @ রাখু(৩৮), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠুপুর ইউনিয়নের একবারপুর খিয়ার গ্রামের মৃত আব্দুর রহমানের,ছেলে। ঘটনা সাথে জড়িত ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ ইমতিয়াজ কবির, জানান গোপন সংবাদের ভিত্তিতে ০৬ নং গোড়ল ইউনিয়নের শিবরাম মৌজান্থ বলাইরহাট হতে গোড়ল চৌপথী গামী কাঁচা রাস্তার উপর হতে ৮কেজি মাদকদ্রব্য শুকনা গাঁজা ০১টি বাইসাকেলসহ একজন কে গ্রেফতার করেন পুলিশ।
হাসমত উল্লাহ।
Leave a Reply