বাগেরহাটের মোরেলগঞ্জে ইউএনওর উদ্যোগে ঐতিহাসিক রবার্ট মোরেলের ভাস্কর্য সংস্কার হচ্ছে

এস এম সাইফুল ইসলাম কবির .বিশেষ প্রতিনিধি:

খুলনা বিভাগের সর্ববৃহৎ একটি উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জের নামকরণ ইংরেজ মোরেল পরিবারের নামে,কালের সাক্ষী,নীল কুঠিরের কুঠিবাড়ি আর বরার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্য দীর্ঘদিন ধরে অযত্ন,অবহেলায় জরাজীর্ণ ছিল। ঐম্বিলা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে,পানগুছি নদীর মোহনায় অবস্থিত সেই ভাস্কর্য অবশেষে  সংস্কারের উদ্যোগ নিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। 

মোরেলগঞ্জের ঐতিহ্য সম্বলিত এই ভাস্কর্যের  সংস্কার ও আধুনিকায়ন কাজের জন্য সরকারের একটি দপ্তর থেকে ছোট একটি প্রকল্প গ্রহন করা হয়। সেই প্রকল্পের অর্থ দিয়ে  চলতি মাসে কাজ শুরু করেন ইউএনও। তবে এই ভাস্কর্যের সম্পুর্ন কাজ শেষ করতে ২-৩ লাখ টাকার প্রয়োজন। মোরেলের এই ভাস্কর্য সংস্কারের কাজ করছেন মোরেলগঞ্জেই একজন চারুশিল্পী আব্দুল মালেক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান,মোরেলগঞ্জের ইতিহাসের সূতিকাগার হিসেবে রবার্ট মোরেলের ঐতিহাসিক ভাস্কর্যটি আমাদের কাছে মুল্যবান।তাই এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।

###

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *