সুন্দরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ কারবারি গ্রেফতার

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন, পিপিএম এর নির্দেশনায় অফিসার্স ইনচার্জ মোঃ মাহবুব আলমের তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক)/১৯(ক) সংক্রান্তে এজাহার নামীয় আসামী ১।মোঃ ওকিম উদ্দিন আকন্দ(৫৭), পিতা- মৃত আজিত উল্যাহ আকন্দ, বর্তমান সাং- বলদিপাড়াকে বামনডাঙ্গা ইউনিয়নের ভাটারপাড় (রামধন) গ্রামস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম (৬৫), পিতা মৃত- নওয়াব উদ্দিন এর ইট ভাটার ভিতর হতে এবং আসামী ২। মোঃ রবিউল সর্দার (৩১), পিতা-মোঃ আব্দুস সামাদ, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- মনমথ (রিফিউজি পাড়া), উভয়ের থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধাকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মনমথ কাঠগড়া বাজারে অবস্থিত জনৈক মোঃ হিটলার প্রামানিক এর মুদি দোকানের সামনের পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়।

অপরদিকে একই ধারায় আসামী ১। গোলাপী রানী (৪৫), স্বামী-মৃত রুপ লাল, সাং-পূর্ব সীচা মন্ডলপাড়া, ২। মোঃ সামিউল ইসলাম ওরফে নটকু (৪০), পিতা-মৃত সাইব উদ্দিন, সাং-পূর্ব সীচা বেকাটারী, উভয়কে চন্ডিপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব সীচা মন্ডলপাড়া গ্রামস্থ আসামীর বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ উদ্ধার করেন ১২০ লিটার দেশীয় চোলাই মদ,৩০০ গ্রাম গাঁজা, ০৪ পিচ ইয়াবা ট্যাবলেট। পরে গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে ভবিষ্যতেও থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *