December 22, 2024, 6:27 am
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুফি কামাল মিন্টু। এদিকে উপজেলা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করার আগেই, গত ১০ জুলাই বুধবার দিবাগত রাতে সুফি কামাল মিন্টু শোডাউনসহ নেতাকর্মীদের নিয়ে এমপি ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সড়ক দূর্ঘটনায়৷ শোডাউনের এক
মাইক্রোবাস চালক নিহত হয়েছে। এর দায় নিবে কে ? নিহতের নাম বিদ্যুৎ হোসেন (২০) তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের (ইউপি) মহানগর নিচপাড়া গ্রামের আবু বাক্কার আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দিবাগত রাতে তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজের কাছে মাইক্রোবাস দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিকে আশা (ওভারলোড) ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই চালকের মৃত্যু হয়। এঘটনায় ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে থানা পুলিশ। নিহতের পিতা বাদি হয়ে চালক সাইফুল ইসলাম ও হেলপার জাহিদকে আসামী করে থানায় মামলা করেছেন।এদিকে চালক বিদ্যুতের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া একই সঙ্গে তার এই অকাল মৃত্যুর জন্য দায়ী কে ? এমন প্রশ্ন উঠেছে জনমনে। নিহতের স্বজনদের দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই মিন্টুর শোডাউন নির্বাচন বিধিমালা পরিপন্থী তায় এর দায় মিন্টু চাইলেও এড়াতে পারে না ?
জানা গেছে, গত ১০ জুলাই বুধবার কামারগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থীর মধ্যে দু’জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। এরা হলেন মাসুদ করিম ও মোসলেম আলী প্রামানিক। ফলে বিনা প্রতিদন্দীতায় সুফি কামার মিন্টুর বিজয় নিশ্চিত হয়। কিন্ত্ত ১১ জুলাই উপজেলা নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবার আগেই মিন্টু ও তার সমর্থকেরা বিজয় উৎসব শুরু করে।
এদিকে গত বুধবার বিকেলে কামারগাঁ ইউপির নেতাকর্মী রা কামারগাঁ বাজারে মিন্টুকে সংবর্ধনা দেয়। পরবর্তীতে সেখান থেকে মিন্টু শোডাউনসহ নেতাকর্মীদের নিয়ে মাইক্রোবাস যোগে রাজশাহী শহরে এমপি ফারুক চৌধুরীকে শুভেচ্ছা জানাতে যায়। এদিন দিবাগত রাতে এমপি ফারুক চৌধুরীকে শুভচ্ছা জানিয়ে ফেরার পথে
তানোর-চৌবাড়িয়া রাস্তার লব্যাতলা ব্রীজের কাছে এসে মাইক্রোবাসের
তেল শেষ হয়ে যায়। ফলে যাত্রীদের নামিয়ে দিয়ে মাইক্রোবাস রাস্তার ধারে দাঁড় করিয়ে চালক দাঁড়িয়ে ছিল।
এ সময় ধান বোঝাই (ওভারলোড)
দ্রুতগামী একটি ট্রাক তানোর থেকে নওগাঁ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। এ সময় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আটককৃত দের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।#