August 31, 2025, 5:49 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়ি ও মৎস্য খাত রক্ষা করার দাবীতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর সদরে উপজেলার সোলাদানা ইউনিয়নের চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দ। উপজেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন এর স ালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, মনোহর চন্দ্র সানা, রেজাউল ইসলাম, আলহাজ¦ আব্দুল মজিদ সানা, এসএম রেজাউল হক, সাজ্জাত আলী সরদার, আলমগীর সরদার, সাঈদুর রহমান পল্টু, প ানন সানা, জামিলুর রহমান রানা, সায়েদ আলী কালাই, বজলু গাজী, রেজাউল বিশ^াস, মোবাররক সরদার, রেজাউল ইসলাম, শওকত সরদার, রবিউল ইসলাম, কিনা সরদার, অধীর মেম্বর ও মাহমুদুল সানা। মতবিনিময় সভায় বক্তারা লবণ পানির চিংড়ি চাষ বহাল রাখতে চিংড়ি চাষী ও মৎস্য ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইমদাদুল হক
পাইকগাছা, খুলনা।