December 21, 2024, 2:33 pm
আলিফ হোসেন।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। এদিন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক, সুফি কামাল মিন্টু এবং মাসুদ করিম। তফসিল অনুযায়ী ৪ জুলাই বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন, ৫ জুলাই শুক্রবার যাচাই বাছাই, ১০ জুলাই প্রত্যাহার, ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে নিশ্চিত করেন রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে মনোযনপত্র জমা দিয়েছেন সুফি কামাল মিন্টু। এছাড়াও তিনি মনোনয়নপত্র জমা দিয়ে নেতাকর্মীদের নিয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নিচে নেমে আসলে নেতাকর্মীদের মাঝে জুস বিতরণ করা হয়। একইদিন নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোডাউন দেয়া হয়।#