মোংলায় বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বায়জিদ হোসেন,

দেশের দর্শকনন্দিত ও জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে। এনটিভির এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে মোংলা প্রেস ক্লাবে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, জামাল হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম সোহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাবেক সভাপতি মনিরুল হায়দার ইকবাল, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন, সাংবাদিক আবুল হাসান, নিজাম উদ্দিন, মনিরুল ইসলাম দুলু, সোহাগ মোল্লা, এনামুল হক, শফিকুল ইসলাম শান্ত, ইস্পাহার গোলদার,
হাফিজুর রহমান, ওমর ফারুক, মাসুদ রেজা, মোঃ হাসান, দৈনিক ভয়েজ অব টাইগারের মোংলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক, ইদ্রিস ইমন ও । এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

র‍্যালী ও আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি আবু তাহের হাওলাদার। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এনটিভির ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন, শুরু থেকেই সংবাদ প্রচারে নিরপেক্ষতা বজায় রেখে আসছে এনটিভি। ফলে সকলের কাছে বিশ্বস্ততা ও জনপ্রিয়তা অর্জন করেছে চ্যানেলটি। সংবাদ ছাড়াও অনুষ্ঠান, সমসাময়িক বিভিন্ন অনুষ্ঠানের মান বজায় রাখার প্রশংসা করেন বক্তারা। তারা ‘সময়ের সাথে আগামী পথে’ স্লোগানটি তুলে ধরে ভবিষ্যতে এনটিভির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে এনটিভি সকলের কাছে বিশ্বস্ততা এবং জনপ্রিয় অর্জন করেছে। ভবিষ্যতেও এনটিভি তার অর্জিত সুনামের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে সেই প্রত্যাশা রাখেন বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *