নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।
রিপা রানী দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামরুজ্জান বকুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে তোতা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সারমিন সুলতানা, পরিসংখ্যান অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী মুনসুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শাইলা সারমিন প্রমূখ।
বক্তাগণ বলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম মাত্র ১০ মাসের মধ্যে এত সাফল্য অর্জন করেছেন, মাদক প্রতিরোধ, মুক্তিযোদ্ধাদের জন্য অফিসে লাল রং এর চিয়ার স্থাপন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার মেইন গেট, বাসভবনের গেট, প্রধান মন্ত্রীর বিনা মূল্য বাড়ী উপহার, ব্যাপক উন্নয়ন কাজের সাথে যুক্ত থেকেছেন। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তিনি কর্মকর্তা, কর্মচারী, রাজনীতিবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুধীজনদের সাথে সুসম্পর্ক রেখে রাষ্টের কাজ করেছেন, জনগনের কাজ করেছেন। তিনি কর্মঠ, সৎ, যোগ্য, দ্রুততার সাথে কাজ করেছেন। এত গুনের অধিকারী মানুষটি সবার হৃদয় ভেঙ্গে চলে যাচ্ছেন। যেত নাহি দিব হায় তবু যেতে দিতে হয়, তবে চলে যায়।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply