পেশাগত সততা ও দক্ষতায় শুদ্ধাচার পুরস্কার পেলেন মাদরাসা অধিদপ্তরের ডিডি জাকির হোসেন

আরিফ রববানী ময়মনসিংহ।।

পেশাগত দক্ষতা, সততা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের ও সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণের জন্য ‍শুদ্ধাচার ‍পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন। তিনি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গ্রেড-২ থেকে গ্রেড-৯ ভুক্ত কর্মকর্তা হিসাবে এই পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেনসহ মোট তিনজন শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

রবিবার (৩০ জুন)মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম স্বাক্ষরিত অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা ও কারিগরি বিভাগ থেকে ২০২৩-২৪ অর্থবছরে তাদের শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করা হয় বলে সুত্র জানিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে মোঃ জাকির হোসেন এই পুরস্কার পেয়েছেন। তিনি ২০২৩-২৪ অর্থবছরের জন্য এই পুরস্কার অর্জন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন ৩১ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

মোঃ জাকির হোসাইন ছাড়াও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের আরও দুইজন এই শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর/প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষকগণের শিখন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্ৰকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ হানিফ উদ্দীন। ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এই পুরস্কার পেয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর মোঃ রিপন মিয়া।

নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।

শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা-২০২১ এর ৩.২ নং নীতি অনুযায়ী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন সংস্থা/প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীকে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ “শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪” প্রদান করা হয়।

রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত সরকারি কর্মচারীদের পেশাগত দক্ষতা, সততা ইত্যাদির উপর ভিত্তি করে প্রদান করা একটি পুরস্কার। ২০১৭ সালের ৬ এপ্রিল শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭ (সংশোধিত-২০২১) প্রকাশিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *