নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলাবাসীর জন্য
নিজস্ব অর্থায়নে উপজেলা চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল বর্তমান আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান নিকট হস্তান্তর করেছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে গোদাগাড়ীতে বর্তমানের সবচেয়ে বড় আতঙ্ক রাসেল’স ভাইপার সাপের “অ্যান্টিভেনম” গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (প্রেমতলী)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান এর হাতে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার সুদক্ষ নির্বাহী অফিসার আতিকুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা বীর মুক্তিযুদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী।
গোদাগাড়ী উপজেলা কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা পদ্মানদীর তীর ঘেষে হওয়ায় রাসেল’স ভাইপার সাপের উপস্থিতি লক্ষ্য করা করা গেছে। বেশ কয়েকটি সাপ স্থানীয়রা হত্যা করেছেন। একজন এ সাপের কামড়ে মারা যাওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে ছিলেন। সরকারের বরাদ্ধ থেকে ১০ টি সাপের “অ্যান্টিভেনম” পায়। এ সংখ্যা একে মবারই নগন্য হওয়ায় গোদাগাড়ী উপজেলাবাসী কথা বিবেচনা করে এমহৎ উদোগ্যেটি গ্রহন করেছেন।
ডাঃ মোঃ আলী মাজরুই রহমান বলেন, একটি সাপে কাটা রোগির জন্য ৫/৮টি সাপের “অ্যান্টিভেনম প্রয়োজন হতে পারে। তাই চেয়ারম্যান স্যার গোদাগাড়ীবাসীর কথা বিবেচনা করে আমাদের হাসপাতালে হস্তান্তর করেছেন। এটা মহৎ কাজ। আপনাদের সবাইকে রাসেল’স ভাইপার হতে সাবধানতা অবলম্বন ও সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাপে কামড় দিলে কিংবা জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন:-০১৭০১২৪৮৬৮৫, ০১৭১২৫৬৭৩৮৩
এ প্রসঙ্গে মোঃ বেলাল উদ্দীন সোহেল বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার, জনবান্ধব ও উন্নায়নমূখী সরকার। এ সময় সাপ মানুষকে বেশী কামড় দেয়। আর রাসেল’স ভাইপার সাপ নিয়ে গোদাগাড়ীর মানুষ বেশী আতঙ্কিত পড়ে পড়েছিল। তাদের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে আমি কাজটি করেছি। মানুষকে সচেতন, সাবধানতা আবলম্বন করে রাস্তাঘাট, মাঠে চলাচল করতে হবে। আতঙ্কিত হবার কোন কারন নেই। আগামীতে যা যা করা দরকার আমি গোদাগাড়ীর মানুষের জন্য করবো ইনশাল্লাহ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।
Leave a Reply