মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দিনব্যাপী কৃষক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকাল ৯টা হতে ৪ টা ৩০ মিনিট পর্যন্ত দিনব্যাপী ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এণ্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উত্তম কৃষি চর্চা(GAP) সার্টিফিকেট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,জেলা অতিরিক্ত উপপরিচালক(পিপি) রাজেন্দ্র নাথ রায়, জেলা মুখ্য প্রশিক্ষক মাহবুবুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মিজানুর রহমান, উপ-সহকারী অফিসার(উদ্ভিদ সংরক্ষণ) সাদেক হোসেন প্রমূখ। ২ ব্যাচে মোট ৫০ জন প্রশিক্ষর্থী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। পরে প্রশিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
Leave a Reply