মহাকালী গার্লস স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঐতিহ্যবাহী মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬,,জুন) বেলা ১১টায় মহাকালী গার্লস কলেজ মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদায়ি ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু সাঈদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি সকল ছাত্র-ছাত্রীকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করারও পরামর্শ দেন।

কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দীন শাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার। এর আগে সকাল ৯টায় প্রথম অধিবেশনে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) সম্মেলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হলে উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া ফয়জুর রহমান (রহঃ) এর মোহতামিম ও বড় মসজিদ ময়মনসিংহের পেশ ইমাম হযরত মাওলানা আল্লামা আব্দুল হক এবং প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া মাখযামুল উলুম মোমেনশাহী এর মোহতামিম পীরে কামেল হযরত মাওলানা আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জী হুজুর। এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন পেশাশ্রেণীর গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *