নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সংবর্ধনা অব্যাহতভাবে চলছে ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করছেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল।
গত ১৯ জুন উপজেলার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০১ এর পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ বিদ্যালয়ের ২০০১ ব্যচের বিভিন্ন স্থানে কর্মরত ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়ে এ সংবর্ধনার আয়োজন করেন।
গত ১৮ জুন (মঙ্গলবার) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, রাজশাহী জেলা আওয়ামী লীগের বানিজ্য বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম মুক্তি, দেওপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কামাল পাশা, পাকড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সোলেমান কবির প্রমুখ। এদিকে বিভিন্ন এলাকায় ফুটবল, ক্রিকেট খেলার ফাইন্যাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য , রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যুবলীগের অর্থবিষায়ক সম্পাদক বেলাল উদ্দিন সোহেল। উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দোয়াত কলম প্রতীকে ৬৭ হাজার ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এর আগে তিনি দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সফল চেয়ারম্যান ছিলেন।
উপজেলার যে কোন ইউনিয়নে যাচ্ছেন হাজার হাজার নারী পুরুষ, যুবক, যুবতীসহ বিভিন্ন বয়সী মানুষের ভালবাসা, ফুলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।
এ ব্যপারে বেলাল উদ্দিন সোহেল বলেন, মানুষ আমাকে ভালবেসে ভোট দিয়ে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি ২ টি পৌরসভা ও ৯ ইউনিয়নের যেখানে যাচ্ছি সেখানে হাজার হাজার মানুষের ভালবাসা পাচ্ছি, ফুলের শুভেচ্ছা পাচ্ছি, সংবর্ধনা পাচ্ছি। মানুষ প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সাথে আছে। এলাকার মানুষকে সাথে নিয়ে গোদাগাড়ী উপজেলাকে স্মাার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সকল মানুষের দোয়া চাই।
এব্যাপরে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন, বেলাল উদ্দীন সোহেল আমাদের বিদ্যালয়ের ২০০১ ইং সালের এসএসসির ব্যাচ। এ ব্যাচের শিক্ষার্থীরা সংবর্ধনা দেয়ায় আমি গর্ববোধ করি। শিক্ষক, ছাত্র, ছাত্রী, কৃষক, শ্রমিক, ভ্যানচালক, অটোচালক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকুরীসহ সকল পেশার মানুষের তার প্রতি গভীর ভালবাসা রয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে এ ভালবাসা অর্জন করা সম্ভাব নয়। তাই তো আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপির মনোনীত প্রার্থী ও আসাদুজ্জান আসাদ এমপির মনোনীত প্রার্থীকে পেছনে ফেলে বিশাল ভোটের ব্যবধান গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সে যেখানে যাচ্ছেন সেখানে হাজার হাজার মানুষ দীর্ঘ সময় অপেক্ষা তার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন। তার ব্যাপক জনপ্রিয়তা দেখে পরাজিত একটি মহল তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চলাচ্ছেন, কিন্তু কোন লাভ হচ্ছে না। আগামীতে সে আরও বড় জায়গায় যায় এ দুয়া করি।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Leave a Reply