বানারীপাড়ায় প্রমিকের সাথে মনমানিল্যে ১৩ বছরের কিশোরির আত্মহত্যা

মোঘল সুমন শাফকাত ।। বরিশাল প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায় ১৭ জুন কোরবানীর দিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া মাদ্রাসার ছাত্রী ওবায়দুলের মেয়ে বৃষ্টি। এমন খবর পেয়ে থানা পুলিশ মৃত্যুর সঠিক কারন জানতে  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠায়।  শিক্ষার্থী বৃষ্টির আত্মহত্যার স্পট  আউয়ার গ্রামের নিমতলা নামক স্থানে তার (বৃষ্টি) নানার বাড়িতে মৃত্যুর কারন জানতে গেলে ওই বাড়িতে কাউকেই পাওয়া যায়নি। ওখানকার প্রতিবেশীরা জানান বৃষ্টির মসজিদবাড়ি এলাকার ইউনুসের ছেলে চাখার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাকিবের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এলাকাবাসীর ধারনা বৃষ্টি ও রাকিবের প্রেমের সম্পর্কে টানা পোরেনের কারনে হয়ত ঘটতে পারে এ ঘটনা! মসজিদবাড়ি এলাকায় গেলে পাওয়া যায় রাকিবের বাবা ইউনুসকে তিনি বলেন ছেলের এমন বিষয়টি তার জানা ছিলনা। এমনকি ছেলে রাকিব এখন কোথায় আছে সেটিও তার জানা নেই! এসময় মুঠো ফোনে সংবাদকর্মীদের সাথে কথা হয় রাকিবের। রাকিব জানায় সে বর্তমানে ঢাকার মিরপুরে তার এক বন্ধুর বাড়িতে রয়েছেন। বৃষ্টির বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন গত ৬মাস পূর্বে বৃষ্টির সাথে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এর পরে রাকিব জানতে পারে বৃষ্টি অন্য এক ছেলের সাথেও কথা বলত। সেই থেকেই শুরু হয় তাদের সাথে মনমালিন্য। রাকিব আরও জানায় গত দের মাস আগে বৃষ্টির সাথে তার কথা হয়েছিল। এর পরে বৃষ্টি তাকে বহুবার ফোনে কল করেছে কিন্তু রাকিব তার কল রিসিভ করতনা। এদিকে মৃত বৃষ্টির একটি খাতার একাধিক পৃষ্ঠায় রাকিবকে সে মন দিয়ে ভালোবাসত তার আবেগঘন কিছু লেখা পাওয়া যায়। অপরদিকে বৃষ্টির মৃত্যুর পর থেকে রাকিব এলাকা ছেড়ে পালিয়ে থাকায় আত্মহত্যায় প্ররোচিত করেছে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে এলাকাবাসীর মনে। বৃষ্টির নিকট এক আত্মিয়ের কাছ থেকে জানা গেছে মৃত্যু রহস্য উদঘাটনে মামলার প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *