আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোর জেলার বেনাপোল পৌরসভার দূর্গাপুর উদয়ন সংঘের আয়োজনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের দিন রাতে গ্রামের সকল পেশাজীবি মানুষদের নিয়ে নানা ধরনের খেলার আয়োজন করা হয়।
সোমবার রাতে দূর্গাপুর উত্তর পাড়া মাঠে গ্রামীন খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মফিজুর রহমান। খেলায় অবিবাহিতদের নিয়ে ফুটবল খেলা, মোরগের লড়াই, হাড়ি ভাঙ্গা, কলাগাছে ওঠা সহ আনন্দ দায়ক সব খেলা প্রদর্শিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি শিক্ষক বাসেদ আলী মল্লিক, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ, ফারুক হোসেন, আনিছুর রহমান, আলী কদর, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
খেলার সার্বিক সহযোগীতায় ছিলেন, মফিজুর রহমান, বাবলু হোসেন, রিপন হোসেন, আক্কাস আলী, আমানুর রহমান, শাকিরুল ইসলাম, রজব, রানা, রনি ও শাওন।
পুরস্কার বিতরণী শেষে সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply