বাবুগঞ্জে ঈদ পুনর্মির্লনী ও হাডুডু খেলা অনুষ্ঠিত

কে এম সোহেব জুয়েল : ১৮ জুন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বাবুগঞ্জ উপজেলার ০২ নং কেদারপুর ইউনিয়নের ৯০ নং মধ্য পশ্চিম ভুতের দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুব সমাজ এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

দেহেরগতি ইউনিয়ন বনাম কেদারপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসাঃ ফারজানা বিনতে ওহাব, নব নির্বাচিত চেয়ারম্যান বাবুগঞ্জ উপজেলা পরিষদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ত্রাণ ও কৃষি বিষয়ক সম্পাদক বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুর রহমান, সদস্য বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ইন্জিনিয়ার শাহরিয়ার শিল্পী, সদস্য বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ঈদ পুনর্মিলনী ও হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায় প্রায় ১ হাজার লোকজনের সমাগম ঘটে

খেলার মাঝে অতি উৎসুক দর্শনার্থী হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে এক পর্যায়ে দুই দল ও তাদের অনুসারীরা উত্তেজিত হলে উপস্থিত বাবুগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন এবং প্রধান অতিথির আমন্ত্রণে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *