দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন – তালুকদার মো.ইউনুস

বিশেষ প্রতিনিধি।।
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা এর শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,৭১’র রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, আল্লাহ’র মহান ত্যাগের মহিমায় এই কোরবানি,ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি,সম্প্রীতি,সমৃদ্ধি কামনা করছি। ঈদ মানে আনন্দ,খুশি ও ছড়িয়ে পরুক সকলের প্রতি সকলের প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা।

তিনি আরও জানান প্রতিটি পশু কোরবানির সাথে সাথে অন্তরের খারাপ কাজগুলোকে কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ উল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ,ধৈর্য,সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা নিয়ে। পবিত্র ঈদ উল আযহার ত্যাগের মহান আদর্শ,এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি,শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদ উল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো। “হজরত ইব্রাহিম”(আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তালুকদার মো.ইউনুস আরও জানান, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব,দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সকলকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে তিনি আশাবাদী। সকলকে ধন্যবাদ,সকলকে আবারও ঈদ উল আযহার শুভেচ্ছা-“ঈদ মোবারক”।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *