December 21, 2024, 4:14 pm
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতিসহ পীরগঞ্জের ৫ আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এ সংবর্ধনার আয়োজন করে ।
সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীগণ হলেন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি হাসিনুজ্জামান মিলার, সহসভাপতি একরামুল হক, ক্যাশিয়ার হারুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মোবারক আলী।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মেহের এলাহীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুল হুদা, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদীন, সহসভাপতি হাসিনুজ্জামান মিলার ও একরামুল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইত্তাশাম উল হক মীম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা প্রেসক্লাব সভাপতি আজম রেহমান, এ্যাডভোকেট হাবিবুল্লাহ চৌধুরি, এ্যাডভোকেট আল মামুনুর রশিদ, পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক মফিজুল হক, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরি মানু ও আয়োজক পীরগঞ্জ অনলাইন জার্নালিষ্ট সভাপতি বাদল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এন এন রানা
পীরগঞ্জ, ঠাকুরগাঁও